মীরসরাই প্রতিনিধি :
চট্টগ্রামের মীরসরাইয়ে ১৮ দলীয় জোটের ছাত্র সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিএনপির বারইয়ারহাট কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ন সম্পাদক মোজাম্মেল হোসেনকে আহবায়ক ও উপজেলা শিবিরের সভাপতি তৌহিদুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ছাত্রদল-শিবিরের ১২ জনকে যুগ্ন আহবায়ক ও ১৭ জনকে সদস্য করে কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শওকত আকবর সোহাগ।
সংগ্রাম কমিটির আহবায়ক মোজাম্মেল হোসেন বলেন, বর্তমান সরকারককে হটাতে আন্দোলন সংগ্রাম আরো বেগবান করতে ১৮ দলীয় জোটের সংগ্রাম কমিটির পাশাপাশি ছাত্র সংগ্রাম কমিটি রাজপথে ভূমিকা পালন করবে।