মীরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে অবরোধকারীরা চালককে রুদ্ধ করে কাভার্ডভ্যানে আগুন দিয়েছে। তবে চালক নিজের দৃঢ়তায় বাঁচলেও বাঁচাতে পারেনি দেড় লক্ষাধিক টাকার মালামাল। পরে পুলিশ এসে আগুন নিয়ন্ত্রনে এনে রক্ষা করেছে ৬ লক্ষাধিক টাকার মালামাল। রবিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের সময় উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় অবস্থিত মাদ্রাসার আনুমানিক ২০ মিটার দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই ঘটনা ঘটে। পণ্যবাহী চট্টগ্রামগামী কাভার্ডভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-ইউ ১১-১৯২১।
কাভার্ডভ্যানটির চালক জহিরুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় পৌঁছালে ১০-১২ জন অবরোধকারী হেলপার এবং তাঁকে কাভার্ডভ্যানের ভেতর আটকে রেখে গান পাউডার ছিটিয়ে অগ্নিসংযোগ করে। অবরোধকারীরা চলে গেলে তারা বের হয়ে আসে।
মীরসরাই থানার এএসআই আব্দুর রহমান পিপিএম জানান, কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে পুলিশ। কাভার্ডভ্যানে থাকা ২৮৬ কার্টুন শীতের কাপড়ের মধ্যে ২৪৬ কার্টুন রক্ষা করা গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ কাভার্ডভ্যানটিকে উদ্ধার করে মীরসরাই থানায় রাখা হয়েছে।