বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ২ বসতঘর পুড়ে ছাই

Fire

নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামের আবু তাহেরের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভিকটিম সূত্রে জানা গেছে, উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামের হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু তাহেরের বাড়িতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনার আগেই আবু তাহের ও একই বাড়ির এরশাদ উল্লাহর ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

Leave a Reply