মীরসরাই প্রতিনিধি : মীরসরাইয়ে রান্নাঘর থেকে সৃষ্ট আগুনে ষাট বছর বয়সী বৃদ্ধা বিবি ফাতেমা পুড়ে নিহত হয়েছে। এসময় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রিয়াংকা নামের ১৩ বছরের কিশোরী অগ্নিদগ্ধ হয়ে মারাত্বক আহত হয়েছে। উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৭নং কাঁটাছরা ইউনিয়নের মুরাদপুর গ্রামের বড় বাড়ীতে বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাত ১টার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, কাশেমের পুত্রবধূ সামচ্ছুন্নাহার প্রতিদিনের ন্যায় রাতের খাওয়ার পর পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টার সময় ঘরের ভিতর আগুনের স্ফুলিঙ্গ দেখে সবাই ঘর থেকে বিরিয়ে গেলেও গৃহকর্তা কাশেমের স্ত্রী বৃদ্ধা বিবি ফাতেমা ঘর থেকে বের হতে পারেননি। এদিকে সবাই বের হলেও প্রিয়ংকা ছোট ভাই বের হয়নি মনে করে ভাইকে বাঁচাতে গিয়ে বোন মারাতœক ভাবে অগ্নিদগ্ধ হয়। এসময় তাঁর শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে এদিকে স্থানীয়রা এগিয়ে এলেও আগুন নিয়ন্ত্রনে আনা যায়নি। এসময় বৃদ্ধা বিবি ফাতেমার শরীর আগুনে পুড়ে কয়লা হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে এবং তাঁদের সমবেদনা জানাতে ছুটে যান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ উপস্থিত ছিলেন। তিনি অগ্নি দূর্গতদের মাঝে তাৎক্ষনিক ভাবে ত্রান বিতরণ করেন।
মীরসরাইয়ের কাঁটাছরায় আগুনে পুড়ে বৃদ্ধা নিহত, আহত ১
Warning: Trying to access array offset on value of type bool in /home/khabarica24/public_html/wp-content/themes/taslimnews/inc/template-tags.php on line 163