Sunday, January 19Welcome khabarica24 Online

মীরসরাইতে ৬ ছাত্রলীগকর্মীর হাত ও পায়ের রগ কেটে দিয়েছে শিবিরকর্মীরা

মীরসরাই প্রতিনিধি :

sda

চট্টগ্রামের মীরসরাই উপজেলার নিজামপুরে ৬ ছাত্রলীগ কর্মীর হাত ও পায়ের রগ কেটে দিয়েছে হরতালের সমর্থনকারী বিক্ষুব্ধ শিবির কর্মীরা।
গতকাল রবিবার হরতালের প্রথম দিন পেরিয়ে সন্ধ্যা ৭টায় নিজামপুর ষ্টেশান এলাকায় উক্ত ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ছাত্রশিবিরের কর্মীরা রাস্তায় বিক্ষিপ্ত পিকেটিং এর এক পর্যায়ে দা ছুরি ও কিরিছ নিয়ে নিজামপুর ষ্টেশান এলাকায় দোকানে বসে থাকা দুই ছাত্রলীগকর্মীর দোকানে অতর্কিত হামলা করে। এসময় স্থানীয় ছাত্রলীগ কর্মী রিপন (২২), রানা (২৮), ফারুক (২৫), সোহেল (২৩), লিটন (২৬) ও জামাল (২৪) কে গুরুতর জখম করে চলে যায়। এক পর্যায়ে এলাকাবাসী ৩জনকে উদ্ধার করে মীরসরাই সদরস্থ মাতৃকা হাসপাতালে ভর্তি করায়। এসময় উপজেলা চেয়ারম্যান ও থানার ওসি ইমতিয়াজ ভূঞা তাদের এসে দেখে যান ও ঘটনার বিবরণ জানেন।

Leave a Reply