Thursday, December 12Welcome khabarica24 Online

মীরসরাইতে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির বৃত্তি পরীক্ষা সম্পন্ন

খবরিকা২৪ ডেক্ ঃ উৎসবমূখর পরিবেশে গতকাল (২১ ডিসেম্বর) শনিবার মীরসরাইতে সরকারি প্রাথমিক শিক সতিমির বৃত্তি পরীা ও শান্তিনীড় নামের একটি বেসরকারী বৃত্তি পরীা সম্পন্ন হয়।
উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রায় ৫ হাজার শিক্ষার্থী উক্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে। প্রাথমিক শিক সমিতির বৃত্তি পরীক্ষা মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় সহ ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন, উপজেলার ভারপ্রাপ্ত শিা অফিসার হারুন অর রশিদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনmirsori pic 21-12-13জুর কাদের চৌধুরী, সাধারন সম্পাদক আজিজুল হক সহ শিক্ষক নেতৃবৃন্দ উক্ত পরীক্ষার কেন্দ্রগুলো সার্বক্ষনিক পরিদর্শন করেন। এছাড়া বারইয়াহাট বালিকা উচ্চ বিদ্যালয় এবং বারইয়াহাট কিন্ডার গার্টেনে শান্তিনীড় আয়োজিত শিক্ষান্নোয়ন বৃত্তি পরীক্ষা পৃথকভাবে অনুষ্ঠিত হয়।

Leave a Reply