সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইতে বাসে নাশকমূলক অগ্নিসংযোগ

মীরসরাই প্রতিনিধি :

mir
মীরসরাই উপজেলার বারইয়াহাট বাজারে রহস্যজনক নাশকতামূলক আগুনে একটি যাত্রীবাহি বাস পুড়ে ভস্মিভূত হয়ে যায়।
বুধবার উপজেলার বারইয়ারহাটের রোজিনা হোটেলের সামনে দুপুর দেড়টায় এ অগ্নি সংযোগের ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে চয়েস পরিবহন নামে বাস (চট্টমেট্রো জ-১১-০০৮৮)। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে সে ব্যাপারে নিশ্চিত করে কেউ কিছু জানাতে পারেনি। বাসের চালক নুর মোহাম্মদ ও চয়েস এর লাইনম্যান আবু ইউসুফ জানায় কেউ বা কাহারা বাসটির ভিতরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। যার দরুন দ্রুত বাসটি দাউ দাউ করে জ্বলে উঠে আর সবাই আগুন দেখে বুঝে উঠার আগেই পুরো বাস জুড়ে লেগে যায় আগুন। কিছুক্ষনের মধ্যেই ভস্মিভূত হয়ে যায় বাসটি।
ভীতি সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে কেউ এ অগ্নিসংযোগের ঘটিয়েছে বলে বলে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাসটি স্টপে দাঁড় করিয়ে চালক ও হেলপার দুপুরের খাবার খেতে যায়। এসময় বাসটিতে আগুন জ্বলতে দেখে উপস্থিত জনতা আগুন নেভানোর চেষ্টা করেও বাসটিকে রক্ষা করতে পারেনি।
এ ব্যাপারে বারইয়ারহাট পৌর এলাকায় কর্তব্যরত জোরারগঞ্জ থানার ট্রাফিক সাজেন্ট দেলোয়ার হোসেন জানান, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসে আগুন জ্বলে ওঠা রহস্যজনক। তিনি বলেন এই ঘটনার তদন্ত ছাড়া কোন মন্থব্যই করা যাচ্ছে না।

Leave a Reply