শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইতে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ মিছিল

মীরসরাই প্রতিনিধি :

2
মীরসরাই উপজেলার পৌরসদরে পুলিশের বাধা উপেক্ষা করে স্থানীয় পৌরবিএনপি এক বিক্ষোভ মিছিল করে বিকাল ৪টায়।  মীরসরাই পৌর বিএনপির উদ্যোগে বেগম জিয়ার আহ্বানে দেশব্যাপী দলীয় কর্মসূচির অংশ হিসেবে মীরসরাই সদরস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে মহাসড়ক প্রদক্ষিণকালে বাধা দেয় পুলিশ।

1
এসময় নেতাকর্মীরা পাল্টা শ্লোগান তুলে বাধা উপেক্ষা করার এক পর্যায়ে পুলিশ রাস্তা ছেড়ে দিলে মিছিলটি কলেজ রোড প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখে পৌর বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন, সচিব রফিকুল পারভেছ, মহিউদ্দিন, নুর মোহাম্মদ, নুরুল আবছার মিয়া, শেখ আহাম্মদ, কামরুল আহসান লিটন, জসিম উদ্দিন, ছাদেক মিয়া, আমরান হোসেন প্রমুখ।

আবার বারইয়াহাট পৌর বিএনপির সভাপতি এম মাঈনউদ্দিন লিটন ও কমিশনার সাইদুল ইসলাম মামুনের নেতৃত্বে বারইয়াহাট বাজারে ও পুলিশের বাধা উপেক্ষা করে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply