শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব

25603_mn

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবি সদস্যদের ওপর গুলি বর্ষণ ও এক সদস্যকে আটকের প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়। বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে সেগুন বাগিচায় ডেকে এনে ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র দপ্তরের বহি:প্রচার অনুবিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে সন্ধ্যায় এ বিষয়ে বলা হয়, বিজিবি টহল টিমের ওপর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলি বর্ষণ ও এক সদস্যকে আটকের ঘটনায় রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে তাকে একটি কূটনৈতিক পত্রও দেয়া হয়। রাষ্ট্রদূত মন্ত্রণালয়ে পৌঁছার পর সচিব (দ্বিপক্ষীয় সম্পর্ক ও কনস্যুলার) মুস্তফা কামাল তার সঙ্গে কথা বলেন জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই বৈঠকে আটক বিজিবি সদস্য মিজানুর রহমানকে দ্রুত মুক্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুণরাবৃত্তি যাতে না ঘটে সে জন্য ঘটনটির তদন্ত দাবি করা হয়েছে। রাষ্ট্রদূত ওই বক্তব্য তার যথাযথ কতৃপক্ষের কাছে পৌঁছে দেবেন এবং ফিরতি বাংলাদেশ সরকারকে ঘটনা পরবর্তী বিষয়ে অবিহিত করবেন বলে আশ্বাস দিয়েছেন। মিয়ানমারস্থ বাংলাদেশ মিশনের মাধ্যমেও দেশটির সরকারের কাছে ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে এবং আটক বিজিবি সদস্যের মুক্তি দাবি করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।