রমনা থানায় দায়ের করা পুলিশ হত্যা মামলায় ছয় মাসের জামিন পেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার এক আবেদনের শুনানি শেষে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুলের জামিন মঞ্জুর করেন।এ জামিন আদেশের ফলে মির্জা ফখরুলের কারামুক্তিতে কোন বাধা নেই বলে জানান তার আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বিরুদ্ধে দায়ের করা সব মামলায় জামিন পেয়েছেন। এজন্য তার মুক্তিতে আর কোনো বাধা নেই।মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ ও অ্যাডভোকেট সগির হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।