রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মিজান টাওয়ার ঝুঁকিমুক্ত ঘোষণা

index_105514

রাজধানীর কল্যাণপুরে সেফটিক ট্যাংক বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মিজান টাওয়ারকে ঝুঁকিমুক্ত ঘোষনা করেছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)-২ সদস্যের বিশেষজ্ঞ দল ও রাজউক। শুক্রবার দু’ দফায় বিশেষজ্ঞ দল ভবনটি পরিদর্শন করেন। বিকেলে পরিদর্শন শেষে তারা মতামত প্রদান করেন। এ সময় তারা সাংবাদিকদের বলেন, ভবনটি ঝুঁকিমুক্ত। এখানে বসবাস করা যাবে। এরপরই ভবনের লোকজন আবারও ভবনে ফেরা শুরু করতে থাকে। ভবিষ্যতে যাতে এ ধরণের ভবন নির্মানের আগে রাজউক কার্যকরী পদক্ষেপ নেয় সে দাবি জানান লোকজন।গত বুধবার সন্ধ্যায় রহস্যজনক বিস্ফোরণের পর কল্যাণপুরের মিজান টাওয়ার থেকে সব লোকজনকে সরে যেতে বলা হয়। বিস্ফোরণের ঘটনা তদন্ত ও ভবনের প্রকৃত অবস্থা জানাতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এছাড়া, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞ দলকে ভবনটি পরীক্ষা করে মতামত দেয়ার আহবান জানায় রাজউক। এরই পরিপ্রেক্ষিতে বুয়েটের বিশেষজ্ঞ দল শুক্রবার দু’দফায় ভবনটি পরিদর্শন করেন।বুধবার সন্ধ্যায় সেফটিক ট্যাংক বিস্ফোরিত হয়ে মিজান টাওয়ার ভবনটি পশ্চিম দিকে সামান্য হেলে পড়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে ভবন থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। এরপর রাজউক ভবনটি ঝুঁকিমুক্ত ঘোষণা করায় লোকজন ভবনে প্রবেশ করতে থাকে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে আবারও ভবনটিতে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতংকের সৃষ্টি হয়।