শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মায়ানী গৌতম বিহারে কঠিন চীবরদান অনুষ্ঠিত

Untitled- copy

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে বৌদ্ধদের জাতীয় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবরদান বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মায়ানী গৌতম বিহার কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পুণ্যার্থীর সমাগম হয়। বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু উনাইনপুরা লংকারাম বৌদ্ধ বিহারের বিহারাধীপতি ড. শ্রীমৎ ধর্মসেন মহাস্থবিরের সভাপতিত্ব ও শ্রীমৎ মেত্তানন্দ স্থবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির। প্রধান ধর্মদেশক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ও পালি ভাষা বিভাগের প্রধান ড. জ্ঞানরতœ মহাস্থবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের উপদেষ্টা ও নিজামপুর ভিক্ষু সমিতির সভাপতি শ্রীমৎ প্রিয়ানন্দ মহাস্থবির, কার্যকরী সভাপতি কর্মবীর শ্রীমৎ জিনালংকার মহাস্থবির, সাধারণ সম্পাদক শ্রীমৎ শাসনবংশ মহাস্থবির, আর্যবংশ মহাস্থবির, প্রিয়বংশ মহাস্থবির, জিনপ্রিয় স্থবির, সত্যপ্রিয় স্থবির, আনন্দপ্রিয় স্থবির ও ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী । ভোর থেকে প্রভাত ফেরীর মাধ্যমে দিনব্যাপী এ অনুষ্ঠানমালার কার্যক্রম শুরু হয়। সকাল ৭টায় ত্রিপিটক পাঠ, বুদ্ধ পূজা, ভিক্ষু সংঘের প্রাতরাশ গ্রহণ, সকাল ১০টা থেকে ধর্মদেশনা, দুপুরে অতিথি আপ্যায়ন, বিকেলে ধর্মসভা, কঠিন চীবর উৎসর্গ ও সন্ধ্যায় আকাশ প্রদীপ প্রজ্জলন করার মধ্য দিয়ে কঠিন চীবর দানের দিনব্যাপী অনুষ্ঠানমালা শেষ হয়।

Leave a Reply