Sunday, January 19Welcome khabarica24 Online

মার্কিন বিমান বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

helicopter-crash

পূর্ব ইংল্যান্ডের নরফোক এলাকায় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর (ইউএসএএফ) হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার ক্রুর সবাই নিহত হয়েছেন। সামরিক কর্মকর্তারা এ কথা জানান। খবর এএফপির।৪৮তম ফাইটার উইংয়ের এক বিবৃতিতে বলা হয়, নরফোক উপকূলের সালদোজের কাছে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মার্কিন এয়ার ফোর্স এইচ এইচ-৬০জি পেভ হকের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়।মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা হেলিকপ্টারে থাকা মার্কিন বিমানবাহিনীর চার ক্রুর সবার নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।৪৮তম ফাইটার উইংয়ের টিম ঘটনাস্থলে গিয়ে তাদের তদন্ত কাজ শুরু করেছে।

Leave a Reply