শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত গোলাম আযম মারা গেছেন

image_142798.golam-azom_55429
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। আজ বৃহস্পতিবার রাত ৯টা ৫৫ মিনিটের দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হৃদরোগের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (কার্ডিয়াক আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গোলাম আযমের মৃত্যুর খবর কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) আবুল কালাম।এর মধ্যে রাত পৌনে ১২টার দিকে হাসপাতালের পরিচালক আব্দুল মজিদ ভূঁইয়া সাংবাদিকদের সামনে এসে জামায়াত নেতার মৃত্যুর ঘোষণা দেন।গোলাম আযমের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম একটি অনলাইন পোর্টালকে বলেন, গোলাম আযমের ছেলে আবদুল্লাহ আমান আযমী তাঁকে জানিয়েছেন যে, তাঁর বাবা আর বেঁচে নেই।একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ১৫ জুলাই গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁর অপরাধ মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হলেও বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে এই দণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে ও খালাস চেয়ে ওই বছরের ৫ আগস্ট আপিল করেন গোলাম আযম। আর সর্বোচ্চ শাস্তি চেয়ে গত বছরের ১২ আগস্ট রাষ্ট্রপক্ষ আপিল করে।