বাগেরহাট থেকে সর্বশেষ সিরাজ মাস্টরের পর মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার করা হয়েছে নেত্রকোনার মোক্তারপাড়া এলাকার ফুটবলার আতাউর রহমান ননি (৫৮) ও তেরীবাজারের ব্যবসায়ী ওবায়দুল হক তাহেরকে (৫৫)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পর পরই এই দু’জনকে গ্রেফতার করা হলো। আজ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ চেম্বারে বসে এ আদেশ দেন।
সকালে ট্রাইব্যুনাল বসার আগেই রেজিস্ট্রারের মাধ্যমে ট্রাইব্যুনালে আতাউর রহমান ননি ও ওবায়দুল হক তাহেরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নি। পরে ট্রাইব্যুনাল খাস কামরায় বসে গ্রেফতারের আদেশ দেন।
গ্রেফতারের আদেশের কপি ফ্যাক্সের মাধ্যমে নেত্রকোনা পুলিশের কাছে পৌঁছলে বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহর থেকে তাদের গ্রেফতার করে নেত্রকোনা মডেল থানা পুলিশ। যেকোনো দিন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হতে পারে।