Friday, January 17Welcome khabarica24 Online

মাধ্যমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা লুট

churi20130811044747

ফাহিমা আক্তার : মীরসরাইয়ের একটি মাধ্যমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের হিসাব কক্ষ থেকে নগদ ২২ হাজার টাকা এবং একজন শিক্ষকের স্বর্ণের একটি আংটি চুরি হয়েছে বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে। এসময় অফিস কক্ষের ৩টি আলমিরাও ভাঙচুর করে চোরেরা। রবিবার (১২ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়তোষ নাথ জানান, নৈশপ্রহরী ঘুমানোর সুযোগে প্রধান শিক্ষকের কক্ষ, হিসাব কক্ষ এবং শিক্ষক মিলনায়তনের কক্ষটির তালা ভেঙ্গে প্রবেশ করে সংঘবদ্ধ চোরের দল। এতে হিসাব কক্ষে থাকা নগদ ২২ হাজার টাকা এবং শিক্ষক রফিউজ্জামানের স্বর্ণের আংটি লুট করে তারা। এরপর অফিসের প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে এবং ৩টি আলমিরা ভাঙচুর করে তারা। সকালে বিদ্যালয়ের পক্ষ থেকে চুরির ঘটনা সম্পর্কে মীরসরাই থানাকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

Leave a Reply