একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার, জামায়াত নেতা এ.কে.এম ইউসুফ মারা গেছেন। সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে, চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে, ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় চিকিৎসকেরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার বাহিনী গঠন করেন একেএম ইউসুফ। ওই সময়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুহাজার তেরোর বারোই মে তাকে আটক করে র্যাব।
খুলনায় সাতশ জনকে হত্যাসহ ১৩টি অভিযোগে ইউসুফের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-দুই। মামলাটির শেষ পর্যায়ে এসে, কাশিমপুর কারাগারে হৃদরোগে আক্রান্ত হন তিনি। উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। এখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরিবার না, চিকিৎসায় অবহেলার অভিযোগ ইউসুফের আইনজীবীর।
এ অভিযোগকে মিথ্যাচার ও দায়িত্বহীন দাবি করে, হাসপাতাল পরিচালক জানান, ইউসুফের চিকিৎসায় কোনো বিলম্ব বা ত্রুটি হয়নি।
উৎস- ইন্ডিপেনডেন্ট.টিভি