শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মন্ত্রীদের পদত্যাগের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত: এরশাদ

1410092187

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‌জাতীয় পার্টি সত্যিকারের বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চায়। তাই সরকারের মন্ত্রী পরিষদে থাকা জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে। কারণ বিরোধী দলে থাকতে হলে সরকারে থাকা যায় না।রবিবার দুপুরে ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জে হোটেল রাজমনিতে স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।মতবিনিময়কালে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা সন্দ্বীপ কুমার সিংহ এবং এএসপি (সদর সার্কেল) শাহ আলম বকাউল আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জহুরুল হক মাস্টার, সদস্য সচিব মেরাজ সিকদারসহ স্থানীয় জাতীয় পার্টির নেতৃ-বৃন্দ উপস্থিত ছিলেন।এরশাদ আরো বলেন, মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির নেতাদের পদত্যাগের বিষয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। আমরা মন্ত্রীত্ব চাই না, সত্যিকারের বিরোধী দল হিসেবে থাকতে চাই। তিনি বলেন, জাতীয় পার্টির পালে হাওয়া লেগেছে আজ সারাদেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছে।