সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মঙ্গলবার থেকে টানা তিন দিন হরতাল ও অবরোধ!!!

 

hartal_dhaka_bangladesh3101031010

খবরিকা ডেস্ক ঃ-আবারো একসাথে টানা তিন দিন হরতালের ডাক দিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিনের হরতালের প্রস্তুতি চূড়ান্ত করেছে ১৮ দলীয় জোটের নেতা কর্মীরা। প্রধান নির্বাচন কমিশনার আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করার পরপরই ১৮ দলীয় জোটের পক্ষ থেকে এই হরতালের ডাক দেয়া হবে।বিএনপি নির্বাচন তফসিল ঘোষণা দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়ে আসছে। এবং তারই অংশ হিসেবে একযোগে এই হরতাল-অবরোধের ঘোষণা আসছে। বিএনপি’র নীতি-নির্ধারক সূত্র জানিয়েছে, এরই মধ্যে সব প্রস্ততি সম্পন্ন হয়ে গেসে এবং তৃণমূলে এই হরতাল-অবরোধ পালনের নির্দেশনাও চলে গেছে।হরতাল ও অবরোধ উভয় কর্মসূচি একযোগে পালন করা হবে বলে দলীয় সূত্র জানায়। বিএনপি নেতারা জানিয়েছেন, অন্য যেকোনো হরতালের চেয়ে আরও কঠোরভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে ১৮ দল।

মঙ্গল-বুধ-বৃহস্পতি টানা তিনদিন একযোগে হরতাল ও অবরোধের ডাক দিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণা করার পরপরই এই হরতালের ডাক দেওয়া হবে জোটের পক্ষ থেকে।
নির্বাচনের তফসিল হলে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়ে আসছে বিএনপি। তারই অংশ হিসেবে একযোগে এই হরতাল-অবরোধের ঘোষণা আসছে।
এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে এবং তৃণমূলে এই হরতাল পালনের নির্দেশনাও চলে গেছে বলে জানিয়েছে, বিএনপি’র নীতি-নির্ধারক সূত্র।
দলীয় সূত্র জানায়, হরতাল ও অবরোধ উভয় কর্মসূচিই একযোগে পালন করা হবে।
অন্য যেকোনো হরতালের চেয়ে কঠোরভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে ১৮ দল, তেমনটাই জানিয়েছেন নেতারা। এদিকে হরতাল ঘোষণার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশানের অফিসে সংবাদ সম্মেলন করবেন বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছেন।

– See more at: http://www.bengalinews24.com/politics-&-government-election-democracy/2013/11/25/31010#sthash.TqJ4IxGU.8z0RzUrW.dpuf

মঙ্গল-বুধ-বৃহস্পতি টানা তিনদিন একযোগে হরতাল ও অবরোধের ডাক দিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণা করার পরপরই এই হরতালের ডাক দেওয়া হবে জোটের পক্ষ থেকে।
নির্বাচনের তফসিল হলে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়ে আসছে বিএনপি। তারই অংশ হিসেবে একযোগে এই হরতাল-অবরোধের ঘোষণা আসছে।
এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে এবং তৃণমূলে এই হরতাল পালনের নির্দেশনাও চলে গেছে বলে জানিয়েছে, বিএনপি’র নীতি-নির্ধারক সূত্র।
দলীয় সূত্র জানায়, হরতাল ও অবরোধ উভয় কর্মসূচিই একযোগে পালন করা হবে।
অন্য যেকোনো হরতালের চেয়ে কঠোরভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে ১৮ দল, তেমনটাই জানিয়েছেন নেতারা। এদিকে হরতাল ঘোষণার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশানের অফিসে সংবাদ সম্মেলন করবেন বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছেন।

– See more at: http://www.bengalinews24.com/politics-&-government-election-democracy/2013/11/25/31010#sthash.TqJ4IxGU.8z0RzUrW.dpuf

মঙ্গল-বুধ-বৃহস্পতি টানা তিনদিন একযোগে হরতাল ও অবরোধের ডাক দিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণা করার পরপরই এই হরতালের ডাক দেওয়া হবে জোটের পক্ষ থেকে।
নির্বাচনের তফসিল হলে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়ে আসছে বিএনপি। তারই অংশ হিসেবে একযোগে এই হরতাল-অবরোধের ঘোষণা আসছে।
এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে এবং তৃণমূলে এই হরতাল পালনের নির্দেশনাও চলে গেছে বলে জানিয়েছে, বিএনপি’র নীতি-নির্ধারক সূত্র।
দলীয় সূত্র জানায়, হরতাল ও অবরোধ উভয় কর্মসূচিই একযোগে পালন করা হবে।
অন্য যেকোনো হরতালের চেয়ে কঠোরভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে ১৮ দল, তেমনটাই জানিয়েছেন নেতারা। এদিকে হরতাল ঘোষণার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশানের অফিসে সংবাদ সম্মেলন করবেন বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছেন।

– See more at: http://www.bengalinews24.com/politics-&-government-election-democracy/2013/11/25/31010#sthash.TqJ4IxGU.8z0RzUrW.dpuf

মঙ্গল-বুধ-বৃহস্পতি টানা তিনদিন একযোগে হরতাল ও অবরোধের ডাক দিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণা করার পরপরই এই হরতালের ডাক দেওয়া হবে জোটের পক্ষ থেকে।
নির্বাচনের তফসিল হলে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়ে আসছে বিএনপি। তারই অংশ হিসেবে একযোগে এই হরতাল-অবরোধের ঘোষণা আসছে।
এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে এবং তৃণমূলে এই হরতাল পালনের নির্দেশনাও চলে গেছে বলে জানিয়েছে, বিএনপি’র নীতি-নির্ধারক সূত্র।
দলীয় সূত্র জানায়, হরতাল ও অবরোধ উভয় কর্মসূচিই একযোগে পালন করা হবে।
অন্য যেকোনো হরতালের চেয়ে কঠোরভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে ১৮ দল, তেমনটাই জানিয়েছেন নেতারা। এদিকে হরতাল ঘোষণার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশানের অফিসে সংবাদ সম্মেলন করবেন বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছেন।

– See more at: http://www.bengalinews24.com/politics-&-government-election-democracy/2013/11/25/31010#sthash.TqJ4IxGU.8z0RzUrW.dpuf

Leave a Reply