রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মওদুদ-রফিকুল-এমকে আনোয়ারের তিন মাসের জামিন

image-2_64529
মতিঝিল থানায় দায়ের করা পৃথক বিস্ফোরক দ্রব্য মামলায় বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এ রায়ের ফলে এমকে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়ার মুক্তিতে আর বাধা রইল না। রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে বিএনপির এই তিন নেতাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না সরকারের কাছে তার জবাব চেয়ে দুই সপ্তাহের রুল জারি করেছেন আদালত। শুনানিতে আসামিপক্ষে ছিলেন- সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট এজে মোহম্মদ আলী, জয়নুল আবেদিন, সগীর হোসেন লিওন এবং ফারুক হোসেন।