ভাষা সৈনিক আব্দুল মতিন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে লালমাটিয়া সিটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তার বয়স ৮৮ বছর। তিনি ডাঃ হারুনুর রশীদের অধীনে চিকিৎসাধীন আছেন।ডাঃ হরিুনুর রশিদ জানান তার অবস্থা ঈদের আগে বেশ খারাপ ছিল। সে সময় ভাষা সৈনিক আবদুল মতিন আমাকেও চিনতে পারেননি। তবে ঈদের পরে শারিরিক অবস্থা সর্বশেষ অবস্থা উন্নতি হয়। তিনি জানান. ভাষা সৈনিক আবদুল মতিতের ডান পাশ অবশ হয়ে গেছে। হাসপাতালে নেয়ার পর সিটি স্ক্যান করে আপাতত তাকে ইনসেনটিভ কেয়ারে রাখা হয়েছে।এদিকে ওয়ার্কার্স পার্টির সাবেক নেতা মোজাম্মেল হক তারা জানান দুপরে বেলা একটার দিকে তার ব্রইন স্ট্রোকের খবর পেয়ে তার বাসায় ছুটে যান। এ সময় তাকে তারা অচেতন অবস্থায় লালমাটিয়া সিটি হাসপাতালে নিয়ে আসেন।