ভাষা সৈনিক আব্দুল মতিনের মস্তিস্কে সফল অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. এম আফজাল হোসেন তার অস্ত্রোপচার করেন।
ডা. এম আফজাল হোসেন জানান, ভাষাসৈনিক আব্দুল মতিনের মস্তিস্কে রক্তক্ষরণ হচ্ছিলো। আজ সকাল সোয়া ১১টায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এবং বেলা সাড়ে ১২টায় তার অপারেশন শেষ হয়। বর্তমানে তাকে আইসিইউ-তে রাখা হয়েছে। অপারেশন সফল হয়েছে বলেও জানান তিনি।