রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ভারতীয় চ্যানেল সম্প্রচার: অনুমতির তথ্য চেয়েছে হাইকোর্ট

tn6rs1s0

বাংলাদেশে বিভিন্ন ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচারের অনুমতি ও ফি প্রদানের বিষয়ে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আগামী মঙ্গলবারের মধ্যে রিটকারী ও কেবল টিভি নেটওয়ার্ককে এই প্রতিবেদন জমা দিতে বলেছেন।বৃহস্পতিবার আদালতে রিটকারীর পক্ষে আইনজীবী ছিলেন মো. একলাস উদ্দিন ভূঁইয়া। কেবল টিভি নেটওয়ার্কের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আব্দুল মতিন খসরু।
বাংলাদেশে ভারতীয় তিনটি চ্যানেলের সম্প্রচার বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা চেয়ে গত ৭ই আগস্ট রিট করেন শাহিন আরা লাইলী।
রিটে বলা হয়, ভারতীয় বিভিন্ন চ্যানেল বাংলাদেশে দেখানো হলেও ভারতে বাংলাদেশের কোনো চ্যানেল দেখানো হয় না। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতীয় চ্যানেলের অবাধ সম্প্রচারের কারণে দেশের টিভি চ্যানেলগুলো দর্শক হারাচ্ছে।