Saturday, December 14Welcome khabarica24 Online

ব্রাদার্সের টানা দ্বিতীয় জয়

লিগের প্রথম দুই ম্যাচ হারের পর কাল টানা দ্বিতীয় ম্যাচ জিতেছে ব্রাদার্স ইউনিয়ন। এদিন তারা ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। ম্যাচের  ৩২ মিনিটে জুয়েল রানার গোলে প্রথম এগিয়ে যাওয়ার পর ৮৩ মিনিটে ব্রাদার্সের হয়ে ব্যবধান দ্বিগুণ করেছেন ভিক্টরি অ্যান্থনি। খেলার শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে চট্টগ্রাম আবাহনীর হয়ে একটি গোল শোধ করেছেন সাফায়াতুর রহমান। সৈয়দ নইমুদ্দিনের দল আগের ম্যাচে শেখ রাসেলকে হারিয়ে এমনিতেই উজ্জীবিত ছিল। প্রথমার্ধেই বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে তারা। তবে তার মধ্যে ৩২ মিনিটে যে গোলটিতে প্রথম এগিয়ে যায় গোপীবাগের দলটি সেটিতে অনেকটাই দায় চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষকের। বক্সের ভেতর থেকে আলতো শট ছিল জুয়েল রানার, সেটি গোলরক্ষকের একরকম হাতের ফাঁক গলেই বেরিয়ে গেছে। তবে দুই অর্ধে আরো অনেকগুলো সুযোগ নষ্ট করার পর ৮৩ মিনিটে করা দ্বিতীয় গোলটিতে সমান কৃতিত্ব ব্রাদার্সেরই দুই খেলোয়াড় রুবেল মিয়া ও অ্যান্থনির। শেখ রাসেলকে হারানো ম্যাচে একমাত্র গোলটি ছিল রুবেলেরই। বক্সের বেশ বাইরে তাঁর জোরালো শটে হার মেনেছিলেন বিপ্লব ভট্টাচার্য। এদিনও তাঁর আচমকা এবং একই রকম শটে প্রায় বোকা বনেছেন চট্টগ্রাম আবাহনী গোলরক্ষক। তবে বলটাকে অন্তত ঠেকাতে পেরেছেন তিনি, যদিও আয়ত্তে নিতে পারেননি। তাঁর হাত ফসকে বেরিয়ে আসা বলেই সুযোগ বুঝে এক টোকায় জালে জড়িয়ে দিয়েছেন ভিক্টরি অ্যান্থনি। জয়টা তখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় ব্রাদার্সের, তবে ৮৭ মিনিটে চট্টগ্রাম আবাহনীর হয়ে একটি গোল শোধ করে ম্যাচে প্রাণ ফেরান সাফায়াতুর। শেষরক্ষা অবশ্য তাতে হয়নি তাঁর দলের, হেরেই মাঠ ছাড়তে হয়েছে চট্টগ্রাম আবাহনীকে।চার ম্যাচে এটি দ্বিতীয় জয় ব্রাদার্সের। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন মোহামেডানকেও পেছনে ফেলেছে তারা। গোপীবাগের দলটি এখন চতুর্থ স্থানে, সাদা-কালোরা পঞ্চম। অন্য দিকে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উঠে আসা চট্টগ্রাম আবাহনীর লিগে এটি তৃতীয় হার। একটি মাত্র ড্র থেকে পাওয়া ১ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে তারা।

Leave a Reply