রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ব্রাদার্সকে হারিয়ে সেমিতে মুক্তিযোদ্ধা

Fed

ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। দলের হয়ে দু’টি গোলই করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে।গেলো আসরে মুক্তিযোদ্ধার বিপক্ষে ২-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়ে ছিলো ব্রাদাস ইউনিয়নকে। এবারও যেন ঘটলো সেই ম্যাচেরই পুরনাবৃত্তি।ম্যাচের শুরুতেই ছোট ছোট আক্রমনে গোলের সুযোগ তৈরি করতে থাকে দু’দল। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ভাবে।বিরতির পর পরই লিড নেয় মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। স্কোরসিটে নাম লেখান কিংসলে।কয়েক মিনিট বাদেই লিডটা দ্বিগুন করেন ঐ নাইজেরিয়ানই।ম্যাচের শেষ দিকে গোলের আরো বেশকয়েকটি সুযোগ পেয়ে ছিলো শফিকুল ইসলামের শীষ্যরা। তবে ফরোয়ার্ডদের ব্যার্থতায় শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে নিয়েই মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র।

Leave a Reply