ফিফা ব্যলন ডি অরের সংক্ষিপ্ত তালিকায় যোগ হয়েছেন ফ্রান্সের তারকা ফ্রাংক রিবেরি। আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য তিনজনের নাম প্রকাশ করেছে ফিফা। রিবেরি ছাড়া অপর দু’জনের নাম নতুন কেউ নন। একজন হলেন চারবারের বিজয়ী বার্সেলোনা ও আর্জেন্টিনার লিওনেল মেসি। আর অপরজন হলেন রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। আর সোা মহিলা খেলোয়াড়ের জন্য মনোনীত তিনজন হলেন জার্মানির নাদিন অ্যানজেরার, ব্রাজিলের মার্তা ও যুক্তরাষ্ট্রের অ্যাবে ওয়ামব্যাচ। সেরা গোলের জন্য মনোনীত হয়েছেন ইবরাহিমোবিচ, নেমানিয়া মাতিচ ও নেইমার।