Saturday, January 25Welcome khabarica24 Online

ব্যবধান কমানো জয় রিয়াল মাদ্রিদের

52c640dccff25-Real-Madrid_Image

 

রিয়াল মাদ্রিদকে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগটা করে দিয়েছিল বার্সেলোনা আর আতলেতিকো মাদ্রিদই। মুখোমুখি লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছিল লা লীগার এবারের মওসুমের শীর্ষ দুই দল। আর সেই সুযোগটা কাজে লাগাতে কোন ভুল করেননি গতবারের রানার্সআপরা। এসপারিওয়েল ১-০ গোলে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোর আরও কাছাকাছি চলে এসেছে রিয়াল। গতকাল ম্যাচের একমাত্র গোলটি এসেছে পর্তুগিজ পেপের হেড থেকে। এই জয়ে ১৯ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সা ও আতলেতিকো। সমান সংখ্যক ম্যাচ খেলে রিয়ালের ঝুলিতে জমা হয়েছে ৪৭ পয়েন্ট।
এসপানিওলের বিপক্ষে গতকালের ম্যাচে প্রায় পুরোটা সময়ই একক আধিপত্য ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু গোলের দেখা পেতে বেশ কষ্টই করতে হয়েছে রোনালদো-বেল-বেনজেমাদের। শেষ পর্যন্ত রিয়ালের জয়সূচক গোলটাও কোন  স্ট্রাইকারের পা থেকে আসেনি। ৫৫ মিনিটে দলের পক্ষে জয়সূচক গোলটি করেছেন পর্তুগিজ ডিফেন্ডার পেপে। এরপর বেশ কয়েকটি ভাল  সুযোগ পেলেও রিয়াল আর ব্যবধান বাড়াতে পারেনি। এর মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদো গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হলে এক গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় রিয়ালকে।  তবে জয়ের ব্যবধান বা স্ট্রাইকারদের ব্যর্থতা নিয়ে মোটেও চিন্তিত নন রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তি। বার্সা-আতলেতিকোর সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে পেরেই খুশি এই ইতালিয়ান কোচ।

Leave a Reply