রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বৈশাখ : রিয়াদ হোসেন রাজু

বৈশাখ তুমি এসেছ !
এসেছ আমার হৃদয় মন্দিরে,
আমার এই হৃদয়ে নতুন দোলা নিয়ে।
বৈশাখ তুমি পুঞ্জ-পুঞ্জ করে ;
আমায় রাঙ্গিয়ে তোল তোমার আগমনে।
বৈশাখ তুমি জরা – জীর্ণকে ধুলিসাৎ করে,
নতুনকে আগমন জানাতে এসেছ,
ইলিশ ভাজা আর পান্তা ভাতে


তোমায় দেখব বলে,
তুমি এসেছ হে বৈশাখ
অথচ এবার এলে
দুঃস্বপ্নময় করোনা নিয়ে।