Thursday, January 23Welcome khabarica24 Online

বৈশাখে আসছে ব্যান্ডের অ্যালবাম

9237_e12

 

অনেক দিন ধরেই অডিও অ্যালবামে তেমন একটা পাওয়া যাচ্ছে না ভিন্নধারার জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানকে। বিশেষ করে তার সর্বশেষ একক ‘প্রত্যাবর্তন’ প্রকাশের পর নিজ উদ্যোগী হয়ে কোন গান করেননি তিনি। যদিও প্রিন্স মাহমুদের মিশ্র দুটি প্রজেক্টে তাহসানের গান ভাল সাড়া ফেলে। অন্যদিকে অভিনেতা হিসেবেও গত দুই বছরে ভাল কারিশমা দেখিয়েছেন। আসছে ভালবাসা দিবসের জন্যও একটি নাটকে কাজ করেছেন তাহসান। তবে নতুন খবর হলো, সংগীত শিল্পী তাহসান গান নিয়ে হাজির হচ্ছেন পহেলা বৈশাখে। তার ব্যান্ড ‘তাহসান এন্ড সুফি’র প্রথম অ্যালবাম প্রকাশ পাচ্ছে পহেলা বৈশাখে। এমনটাই জানিয়েছেন তাহসান। তবে অ্যালবামের নাম এখনও ঠিক হয়নি। এই অ্যালবামে থাকছে মোট ৯টি গান। গানগুলো লিখেছেন তাহসান নিজেই। মূলত নিজের চিন্তাশক্তির বিষয়গুলো গানের মধ্য দিয়ে প্রকাশ করার জন্যই গানগুলো নিজে লিখেছেন তিনি। এরই মধ্যে অধিকাংশ গানের সুর-সংগীতায়োজনের কাজও শেষ করেছেন তাহসান। পহেলা বৈশাখ উপলক্ষে এপ্রিলের প্রথমদিকেই অ্যালবামটি প্রকাশ করছেন তিনি। অ্যালবামের শেষের দিকের কাজ নিয়েই তাহসানের যত ব্যস্ততা এখন। এ বিষয়ে তাহসান বলেন, আমার মূল জায়গা হচ্ছে গান। আমি অ্যালবামে ওইভাবে নতুন গান প্রকাশ না করলেও গানের সঙ্গেই সব সময়ই আছি। ব্যান্ডের অ্যালবামের জন্য বেশ কিছু গান তৈরি করেছি এ সময়টায়। সুফিবাদটাকে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি অ্যালবামে। অন্যদিকে শ্রোতারাও সব সময় নতুন গানের কথা জিজ্ঞেস করেন। এবার তাদের জন্যই অ্যালবামটি প্রকাশ করবো। আর আমার নিজস্ব স্টাইলটাই বজায় থাকছে অ্যালবামের গানগুলোতে। আশা করছি শ্রোতাদের ভাল লাগবে।

Leave a Reply