উপজেলা নির্বাচনে কারচুপি, কেন্দ্র দখল, জাল ভোটসহ বিভিন্ন অভিযোগে বৃহস্পতিবার নয় উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট।বুধবার বিকালে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।হরতাল ডাকা উপজেলাগুলো হলো- সিরাজগঞ্জের কাজিপুর, মেহেরপুর সদর, কিশোরগঞ্জের বাজিতপুর, ঝিনাইদহের সদর ও শৈলকুপা, পাবনার সুজানগর, বরিশালের গৌরনদী ও বাকেরগঞ্জ, বগুড়ার সোনাতলা।এদিকে ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে জালভোট প্রদানসহ উপজেলা নির্বাচনে কারচুপির প্রতিবাদে সুজানগর, বরিশালের বাকেরগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, নড়াইলের কালিয়া, ভোলার লালমোহন এবং গেৌরনদীতে বৃহস্পতিবার স্থানীয়ভাবে হরতাল আহবান করেছে ১৯ দলীয় জোট। এসব উপজেলায় সরকারি দলের প্রার্থীরা বিএনপিসহ জামায়াতের প্রার্থীর এজেন্টদের কেন্দ্র করে বের করে দিয়ে জোরপূর্বক জাল ভোট প্রদানসহ কারচুপির অভিযোগে সকালে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন।বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের ধারাবাহিকতা হচ্ছে আজকের উপজেলা নির্বাচন। আজকের নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হলো বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নিলে এর পরিনতি একই হতো। আমাদের নির্দলীয় সরকারের দাবি যে সঠিক তা আবার নতুন করে প্রমাণিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী একটি অদ্ভুত নির্বাচন করেছেন উল্লেখ করে রিজভী বলেন, অটোমেটিক নির্বাচনের মাধ্যমে অটোমেটিক সংসদের অটোমেটিক প্রধানমন্ত্রী জোর করে বেশকিছু কেন্দ্র দখলের মাধ্যমে অদ্ভুত নির্বাচন করেছেন। এর প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব বরকতুল্লাহ বুলু, মো. শাহজাহান, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর হরমান শামীম, আসাদুল করিম শাহীন প্রমুখ।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব বরকতুল্লাহ বুলু, মো. শাহজাহান, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর হরমান শামীম, আসাদুল করিম শাহীন প্রমুখ।