Saturday, January 25Welcome khabarica24 Online

বৃহস্পতিবার ১০২টি উপজেলা নির্বাচনের তফসিল

image_67122_0_65528

 

বৃহস্পতিবার উপজেলা নির্বাচনের তৃতীয় দফা তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ  শাহনেওয়াজ। বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।এর আগে ১৯ জানুয়ারি উপজেলা নির্বাচনের প্রথম দফা নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী প্রথম দফায় আগামী ১৯ ফেব্রুয়ারি দেশের ১০২টি উপজেলায়  ভোট হবে। এরপর গত ২৩ জানুয়ারি দ্বিতীয় দফায় আরও ১১৭টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করে  কমিশন। এ তফসিল অনুযায়ী, আগামী ২৭ ফেব্রুয়ারি ১১৭টি উপজেলা পরিষদে ভোট নেয়া হবে।
নির্বাচন কমিশনার জানান, মেয়াদ শেষ হওয়ায় সারাদেশের উপজেলা নির্বাচন আগামী মে মাসের মধ্যে শেষ করতে হবে। আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের।
উৎস- যুগান্তর