লাগাতার অবরোধ ও চলমান ৭২ ঘণ্টা হরতালের সঙ্গে আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে আরও ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। ফলে রবিবার থেকে চলামান এ হরতাল শেষ হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়।আজ মঙ্গলবার বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদ হরতাল বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে, বুধবার ও বৃহস্পতিবার আবারও হরতাল বাড়ানো সিদ্ধান্ত হওয়ায় ফের শঙ্কায় এসএসসি পরীক্ষা। কারণ, বুধবার বাংলা ২য় পত্র পরীক্ষার তারিখ নির্ধারিত রয়েছে।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে না পেরে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন। এরই মধ্যে গত রবিবার ভোর থেকে ৭২ ঘণ্টার হরতালের ডাক দেয়া হয়। যা আজ শেষ মঙ্গলবার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেই হরতালের সঙ্গে আজ মঙ্গলবার আরও ৩৬ ঘণ্টা হরতাল বাড়ানোর ঘোষণা দিয়েছে ২০ দলীয় জোট।