Saturday, January 25Welcome khabarica24 Online

বিশ্বকাপ মিশন শেষ নেইমারের

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার পিঠে গুরুতর আঘাত পেয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন। ফিফা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।গতকাল শুক্রবার কলম্বিয়ার সঙ্গে কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলার সময় পিঠে আঘাত পান তিনি। এরপরই তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।নেইমার মেরুদণ্ডের কশেরুকায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।তবে নেইমারের আঘাত অস্ত্রোপচার করার মতো গুরুতর নয়।তিনি জানান, নেইমার আপাতত নড়াচড়া করতে পারবেন না। নেইমারের সুস্থ হয়ে উঠতে কমপক্ষে কয়েক সপ্তাহ সময় লাগবে।trrdলাসমার আরও বলেন, দুর্ভাগ্যবশত, নেইমার বিশ্বকাপের এই আসরে আর খেলতে পারবেন না।