বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা : ম্যারাডোনা

sp_biswcup-jitbe-argentina

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা ভক্তদের হতাশার সমাপ্তি ঘটবে। সব সমালোচনাকে ছুঁড়ে ফেলে ফাইনালে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে বিশ্বকাপের সোনালি ট্রফিটা হাতে ওঠাবে লিওনেল মেসি। আর্জেন্টিনার ১৯৮৬ সালের বিশ্বকাপ নায়ক দিয়েগো ম্যারাডোনা এমনটাই মনে করছেন। দুবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবার লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সবার ওপরে থেকে ফুটবল মহাযজ্ঞের মূলপর্বে জায়গা করে নিয়েছে। ব্রাজিলে অনুষ্ঠেয় আগামী বছরের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে আলবিসেলেস্তেদের সঙ্গী বসনিয়া-হার্জেগোভিনা, ইরান ও নাইজেরিয়া।
মেক্সিকোতে ১৯৮৬ সালের বিশ্বকাপে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে ম্যারাডোনার আর্জেন্টিনা সর্বশেষ প্রতিযোগিতাটির শিরোপা জিতেছিল। এরপর থেকেই ফুটবল মহাযজ্ঞ থেকে যেন গায়েব হয়ে গেছে প্রথম বিশ্বকাপের রানার্সআপরা। তবে এবার সব আক্ষেপ ঘুচিয়ে আর্জেন্টিনা আবারও লাইমলাইটে আসতে পারবে বলে বিশ্বাস ম্যারাডোনার। এক সাক্ষাত্কারে ম্যারাডোনা বলেন, ‘ব্রাজিলে ১৯৮৬ সালের বিশ্বকাপের পুনরাবৃত্তি হবে। আর্জেন্টিনা আবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে। তবে আমাদের শিরোপার পথে জার্মানি ও নেদারল্যান্ডস বাধা হতে পারে। তাছাড়া ইতালি ও স্পেনকেও অবজ্ঞা করা যাবে না।’ মেসির বিষয়ে ফুটবল ঈশ্বরের মত, ‘আমরা আর্জেন্টাইনরা জানি না কীভাবে যা কিছু আছে—তা নিয়ে সুখী থাকতে হয়। তুলনাটা তাই চলেই আসে। তবে আমাদের উচিত মেসিকে তার মতোই ছেড়ে দেয়া। অন্য কারও সঙ্গে তুলনা না করা। যেন সে নিজের মতো করে খেলতে পারে।’

Leave a Reply