শুক্রবার ব্রাজিল বিশ্বকাপের ৩২টি দলের ড্র অনুষ্ঠিত হবে। তার আগে মঙ্গলবার যে বলে বিশ্বকাপ খেলা হবে তার ডিজাইন অবমুক্ত করেছে বিখ্যাত ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস। অ্যাডিডাসের ছয় সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ দল ও বিশ্বব্যাপী সাবেক ও বর্তমান প্রায় ৬০০ জন খেলোয়াড়ের পরামর্শে বলটি তৈরী করা হচ্ছে। এবারের বিশ্বকাপের বলের নাম হচ্ছে ‘ব্রাজুকা’। ব্রাজিলের ভাষায় যার অর্থ ‘ব্রাজিলিয়ান’। অন্যবারের চেয়ে এবারের বলের ভিন্নতা হচ্ছে রঙের ক্ষেত্রে। ব্রাজিলের ঐতিহ্যের সঙ্গে মিল রেখে বলে রঙের ব্যবহার করা হয়েছে অনেক বেশি।
উৎস-মানবজমিন