প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুতের উৎপাদন সাত হাজার মেগাওয়াট অতিক্রম করেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মোট সাত হাজার ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এটা দেশের ইতিহাসে সর্বোচ্চ উৎপাদন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান এ তথ্য জানিয়েছেন।সাইফুল হাসান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জাতীয় গ্রিডে মোট ৭ হাজার ৩২ মেগাওয়াট বিদ্যুত গেছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ।’
উৎস- কালেরকন্ঠ