রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিজিবির গুলিতে ৪ বিজিপি সদস্য নিহত

image-2_106793

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গোলাগুলিতে মিয়ানমারের চার সেনা সদস্য নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে ক্যাপ্টেন পদমর্যাদার এক কর্মকর্তাসহ দুই জন এবং দুই নন কমিশন্ড র‌্যাংকের সদস্য রয়েছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে মিয়ানমার ভিত্তিক বার্মা টাইমস পত্রিকার অনলাইন সংস্করণে আজ এ রিপোর্ট প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫২ নম্বর পিলারের কাছে শুক্রবার মিয়ানমারের সেনাবাহিনী ও দেশটির বর্ডার গার্ড পুলিশ হামলা চালালে, মর্টার শেলের মাধ্যমে পাল্টা-হামলা চালায় বিজিবি। এতে চার বিজিপি সদস্য মারা যান। আহত ৩ জনকে মাউন্দ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজিবি’র দলটির নেতৃত্বে ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক বিজিবি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলি। তার সঙ্গে ছিলেন বিজিবি’র সিনিয়র কর্মকর্তারা। এর মধ্যে কর্নেল ফরিদ হাসান খন্দকার ও লেফটেন্যান্ট কর্নেল শফিকুর রহমানও ছিলেন।