সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিএনপি নেতা খোকা জামিনে মুক্ত

khoka_70710
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার বিকালে ৫টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক এম এ কাউয়ুমসহ নেতাকর্মীরা।গত বছরের ৪ ডিসেম্বর রাতে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে সাদেক হোসেন খোকাকে আটক করেছিল র‌্যাব। এরপর তাকে পেট্রলবোমা মেরে বাসে আগুন ধরানোর ঘটনায় শাহবাগ ও রমনা থানার পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে আরও সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ৯ মামলায় আদালত থেকে জামিন পাওয়ায় খোকা কারাগার থেকে মুক্তি পেলেন।