Friday, January 17Welcome khabarica24 Online

বিএনপির হরতাল শেষে পরবর্তী নতুন কর্মসূচি ঘোষনা

bnp-logo

নিজস্ব প্রতিনিধি

টানা ৬০ ঘন্টার হরতালে শেষে, হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে বৃহস্পতিবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ এবং শুক্রবার গায়েবানা জানাজা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিকেলে রাজধানীর নয়াপল্টনে হরতাল পরবর্তী সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, সংলাপের নামে সরকার নাটক সাজাচ্ছে। সরকারকে টালবাহানা না করে নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে আবারো আহ্বান জানান তিনি। কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় প্রতিবাদ সমাবেশ ও গায়েবানা জানাজা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

Leave a Reply