বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহকে ২ দিনের রিমান্ড দিয়েছে আদালতে। সোমবার মহানগর হাকিম মোঃ মইনুল ইসলাম ভুইয়ার এ রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর ভাটারা থানায় পুলিশের দায়ের করা গাড়ি ভাংচুর ও পোড়ানো মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা এস আই একরামুল হক। অন্যদিকে আসামিপক্ষে হান্নান শাহের জামিন আবেদন করেন। মঙ্গলবার ভাটারা থানায় দায়ের করা পুলিশের কাজে বাধা, গাড়ি ভাঙ্চুর ও ককটেল বিস্ফোরণের একটি মামলায় হান্নান শাহকে ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলামের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতে হান্নান শাহ নিজেকে নির্দোষ দাবী করে মামলা থেকে অব্যাহতি চান। হান্নান শাহর পক্ষে শুনানিতে অংশ নেন সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালকদারসহ শতাধিক আইনজীবী । সোমবার রাতে আ স ম হান্নান শাহকে রাজধানীর বারিধারা এলাকা থেকে আটক করে ডিবি পুলিশ।