বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে কারচুপির কোন সুযোগ নেই। স্বচ্ছ ব্যালট বাক্স করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনারকে শক্তিশালী করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কোনো নির্বাচনে কারচুপি হয়নি। এই সরকারের অধীনে পাঁচ সিটি করপোরেশন নির্বাচন হয়েছে। বেশ কয়েকটি উপ-নির্বাচন হয়েছে। কোনো নির্বাচনে কারচুপি হয়নি। বিরোধী দলের প্রার্থীরা অনেক নির্বাচনে জয়লাভ করেছে। বিকালে গণভবনে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে এই মতবিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি। এ সময় খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকারে যোগ দিলে যে যে মন্ত্রণালয় চান, তাই দেয়া হবে।