সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিএনএফ-এর সংবাদ সম্মেলনে হাতাহাতি, বহিষ্কার

bnf-tv

রাজনৈতিক দল হিসেবে সদ্য নিবন্ধন পাওয়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সংবাদ সম্মেলনে হাতা হাতি ও বহিস্কারের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে দলটির নিবন্ধন পরবর্তী পরিচিতিমূলক সংবাদ সম্মেলনে পদবি ও নাম ঘোষণা নিয়ে নেতাদের মধ্যে হাতা হাতির পর কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন খান মজলিসকে তাৎক্ষণিক বহিস্কার করা হয়।সংবাদ সম্মেলনে বিএনএফ-এর সভপতি আবুল কালাম আজাদ দলের নেতাদের নাম ঘোষণা করে পরিচিতি তুলে ধরেন। এ সময় অনুন্ঠানে উপস্থিত যুগ্ম আহবায়ক ও কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন খান মজলিসের নাম ঘোষণা না করার কারণ জানতে চাইলে, সভাপতি তাকে চুপ থাকতে বলেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে এনিয়ে বাকবিতন্ডা শুরু হলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।এক পর্যায়ে সভাপতি আবুল কালাম আজাদ ক্ষিপ্ত হয়ে মোয়াজ্জেমকে তাৎক্ষণিক বহিস্কার করে তাকে হল থেকে বের করে দেয়ার নির্দেশ দেন।এই নির্দেশের পরই  আজাদের কর্মীরা মোয়াজ্জেমকে টেনে হেঁচড়ে বের করে দেন। এই ঘটনায় ১৫/২০ মিনিট সংবাদ সম্মেলন মুলতবি ঘোষণা করা হয়।পরে সংবাদ সম্মেলন বিএনএফ সভাপতি আবুল কালাম আজাদ আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের ঘোষণা দেন।তিনি বলেন, বিএনএফ ৩০০ আসনেই তাদের দলীয় প্রতীক টেলিভিশন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যে ১০০ আসনে মনোনয়ন ফরম  বক্রি হয়েছে বলে তিনি জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কো-কনভেনার সাবেক মন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগম, সদস্য সচিব আরিফ মাইনুদ্দিন প্রমুখ।

 

 

Leave a Reply