শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বারইয়াহাটে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন ও শীতবস্ত্র বিতরণ

আবদুল্লাহ আল মামুন, বারইয়াহাট ঃ

বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে বারইয়াহাটে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্যেগে ৪ ঠা জানুয়ারী ২০২০ ইং শনিবার বিকেলে পৌরসভা সংলগ্ন মাঠে উক্ত আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম আকাশের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আমজাদ হোসেন (সেতু মিলন)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ. কে. এম জাহাঙ্গীর ভূঁইয়া। বারইয়াহাট পৌর আওয়ামীলীগের সভাপতি মীরআলম মাসুক, ৪ নং ধুম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন আক্রমি, বারইয়াহাট পৌরসভার প্যানেল মেয়র মো. হারুন, পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাফর আহমেদ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি সাইদুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দীন আলো। এসময় যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘‘শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ১৯৪৮ সালের ৪ ঠা জানুয়ারি সময়ের দাবিতে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করে ছাত্রলীগ। সময়ের সে দাবিগুলো মেটাতে ছাত্রলীগ পথচলা শুরু করেছিল। জন্মের প্রথম লগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙ্গালির সায়িত্বশাসন প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে গণঅভ্যূথান এবং সর্বপোরি স্বাধীনতা ও স্বাধীকার আন্দোলনের সবচেয়ে সফল সাহসী সারথি ছিল বাংলাদেশ ছাত্রলীগ। তারই ধারাবাহিকতা অবলম্বন করে বাংলাদেশ ছাত্রলীগের এই সফল পথ চলা।” আলাচনা সভা শেষে দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে ২’শ কম্বল বিতরণ করেন অতিথি বৃন্দ।