Thursday, December 12Welcome khabarica24 Online

বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ: আমু

amu_66377
বাংলাদেশ এখন ভারত থেকে অর্থনৈতিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে বিশ্বে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে পরিচিত। উত্তরাঞ্চলকে অর্থনৈতিক মন্দার অঞ্চল বলা হলেও বর্তমানে দেশে কোনো মন্দা নেই। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতির জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন।
আমু বলেন, হরতাল ও অবরোধের নামে দেশে মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছে একটি অপশক্তি। এ বর্বরতায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা থেকে আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছি। যারা এসব বর্বরতার সঙ্গে জড়িত তাদেরকে জনগণ ধিক্কার জানিয়েছে, সামাজিকভাবে বয়কট করেছে। তিনি বলেন, অর্থনীতি নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকে। আমেরিকার মতো একটি অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণ দেশ লক্ষাধিক শ্রমিক ছাঁটাই করলেও বাংলাদেশ সরকার কোনো শ্রমিক ছাঁটাই করেনি বলে দাবি করেন তিনি।