টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গতকাল ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বর্তমান জাতীয় দলে ক্রিকেটার ছাড়াও ঢাকা প্রিমিয়ার লীগ, বিজয় দিবস টি-টোয়েন্টি ও বিসিএল সহ ঘরোয়া টুর্নামেন্টে ভাল পারফরমেন্স দেখানো ক্রিকেটারদের মূল্যায়ন করা হয়েছে। এছড়াও দীর্ঘ ১ বছর ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা তরুণ পেসার তাসকিন আহম্মেদকেও এই প্রাথমিক দলে ডাকা হয়েছে।
প্রাথমিক দল:মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, সাকিব আল হাসান, নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, জিয়াউর রহমান, মাশরাফি বিন মর্তুজা, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, মো. আল আমিন, মুমিনুল হক, শামসুর রহমান, মুক্তার আলী, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহম্মেদ, নাজমুল হাসান, জুনায়েদ সিদ্দিক, আরাফাত সানি, মো. মিথুন, আলাউদ্দিন বাবু, শুভাসিষ রয়, সৌম্য সরকার, তাজুল ইসলাম ও ফরহাদ রেজা।