পেরুর দক্ষিণাঞ্চলীয় অপুরিমাক অঞ্চলের আন্দাহুয়ায়লাস প্রদেশে মুষলধারে বৃষ্টি অব্যাহত থাকায় প্রায় ১৫ হাজার পরিবার আক্রান্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রাথমিক এক পরিসংখ্যান বলা হয়েছে, ওই প্রদেশের ১২০টি বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, ৫০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে ও ভূমিধসে মহাসড়কের ৮০ কিলোমিটার পর্যন্ত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ফলে, সড়ক যোগাযোগ অনেকাংশে বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ ও টেলিফোন যোগাযোগ ব্যবস্থাও সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। মুষলধারে বর্ষণ ও তাপমাত্রা নিচে নামতে থাকায় ওই অঞ্চলে শ্বাস-প্রশ্বাসজনিত রোগের প্রকোপ অনেক বেড়ে গেছে। বন্যায় গৃহপালিত প্রায় ৫০০ গবাদিপশু মারা গেছে। এর ফলে, স্থানীয় বাসিন্দাদের খাদ্য সঙ্কটে পড়তে হতে পারে। অপুরিমাকের সিভিল ডিফেন্স কার্যালয়ের প্রেসিডেন্ট অস্কার রোজাস একটি সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। রোজাস জানান, অপুরিমাক অঞ্চলের কৃষি, শিক্ষা ও যাতায়াত কর্তৃপক্ষ অবিলম্বে আক্রান্ত পরিবারগুলোকে জরুরি মানবিক সহায়তা দেয়ার ব্যাপারে সম্মত হয়েছেন। এরই মধ্যে জরুরি ত্রাণ নিশ্চিত করাসহ কৃষিজমি উদ্ধারে কৃষকদের সহায়তায় কর্মকর্তারা সড়কের বিভিন্ন স্থানে সৃষ্ট প্রতিবন্ধকতা পরিস্কারের কাজ করার পরিকল্পনা করেছেন।