দেশের বন্যার্ত মানুষের সাহায্যে দুর্গত এলাকায় জরুরী ভিত্তিতে সেনাবাহিনী নিয়োগের পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদে তিনি সরকারের প্রতি এ আহবান জানান।রওশন এরশাদ সংসদে বলেন, সবার সাথে আলোচনা করে সম্প্রচার নীতিমালা ও বিচারপতিদের অভিসংশন আইন পরিবর্তন করা হলে তা গ্রহণযোগ্য হবে। বিরোধীদলীয় নেতা বলেন, বন্যা দুর্গত হাজার হাজার মানুষ ত্রান না পেয়ে কষ্টে আছে। সরকারিভাবে যে ত্রাণ দেয়া হচ্ছে তা পর্যাপ্ত নয়। রওশন এরশাদ বলেন, দেশের আইনশুংখলা পরিস্থিতির অবনতি হচ্ছে।ঘরে মানুষ খুন হচ্ছে। ডোবায় লাশ পাওয়া যাচ্ছে। এ অবস্থা হলে মানুষ কোথায় যাবে? ফারুকী বাসায় খুন হলেন। পরদিন আরো তিনজন খুন হয়েছে। আমরা ঘরকে নিরাপদ আশ্রয় মনে করি। কিন্তু এখন ঘরও নিরাপদ না। তিনি বলেন, দেশের এখন খুন, গুম হত্যা হলেও কারো শাস্তি হয় বলে হয় না। সুশাসন প্রতিষ্ঠিত না হলে এগুলো ঘটতেই থাকবে। রওশন এরশাদ ময়মনসিংহকে বিভাগ করার দাবি জানান। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি কিশোরগঞ্জকে চাই না। জামালপুর, শেরপুর ময়মনসিংহকে নিয়ে বিভাগ করা এলাকার জনগণের দাবি। তিনি প্রধানমন্ত্রীকে বলেন এটা আমারও দাবি। আপনাকে এ দাবি রাখতেই হবে।