নিজস্ব প্রতিবেদক : চলমান রাজনৈতিক অস্থিরতাকে পাশ কাটিয়ে সারাদেশের পাশাপাশি চট্টগ্রামের মীরসরাইয়ের সবকটি প্রাথমিক বিদ্যালয়েও পৌঁছে গেছে নতুন পাঠ্য বই । গত কয়েকদিন ধরে বই সরবরাহে ব্যস্ত সময় কেটেছে বলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে। নতুন বছরের আগেই প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বই পৌঁছে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষানুরাগীরা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন-অর-রশিদ জানান, এ বছর উপজেলার ১৮৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনসহ ৫২টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২ লক্ষ ৮০ হাজার পাঠ্য বই সরবরাহ করা হয়েছে। ১লা জানুয়ারীর মধ্যে প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্য বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারো সরকার বদ্ধ পরিকর। শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী জানান, সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে বই পৌঁছে দেওয়ার কার্যক্রম শেষ হয়েছে।
এদিকে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, নতুন বছর শুরুর সাথে সাথেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার জন্য সরকারের অব্যাহত প্রচেষ্টায় তাঁরা সন্তুষ্ট। বছরের শুরুতেই নতুন বই শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ যোগাবে এমনই বিশ্বাস শিক্ষকদের।