বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফেনী রিপোর্টার্স ইউনিটির জরুরী সভা : সাংবাদিক নির্যাতন-নিপীড়নের তীব্র নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি :

feni r
ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় ফেনীসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন-নিপীড়নের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক যতন মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি শাহজালাল রতন ও ওছমান হারুন মাহমুদ দুলাল, সহ-সভাপতি হাবিবুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দারা, সহ-সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন মজুমদার, নির্বাহী কমিটির সদস্য শুকদেব নাথ তপন, দপ্তর সম্পাদক ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক আরিফুল আমিন রিজভী, সদস্য জহিরুল হক মিলন প্রমুখ। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ফেনী সহ সারাদেশে সাংবাদিক নির্যাতন-হয়রানি উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। দাগনভূঞার সিলোনীয়ায় সময় টিভির প্রতিবেদক আতিয়ার হাওলাদার সজলকে অবরোধ বিরোধীরা পিটিয়ে গুরুতর আহত করে। এর আগে মহিপালে অবরোধ সমর্থকদের ককটেলের আঘাতে আহত হন সাপ্তাহিক ফেনীর শক্তি সম্পাদক শেখ ফরিদ রতন। এছাড়া ঢাকায় বিভিন্ন গণমাধ্যম অফিসে বোমা হামলা চালানো হয়েছে। নেতৃবৃন্দ এসব ঘটনায় জড়িত দুস্কৃতিকারীদের গ্রেফতার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নিকট জোর দাবী জানান।

Leave a Reply