প্রেস বিজ্ঞাপ্ত:
ফেনী সরকারী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীণ বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত বৃহস্পতিবার ১৬ জানুয়ারী বর্ণাঢ্য আয়োজনে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের আয়োজনে উক্ত অনুষ্ঠানে ২০১২-১৩ অনার্স ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের বরণ ও ২০০৭-৮ শিক্ষা বর্ষের ছাত্রদের আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।
বিভাগীয় প্রধান মোঃ সফিকুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর উৎফল কান্তি বৈদ্য। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মহী উদ্দিন চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক জয়নাল আবদীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কামাল হোসেন মজুমদার, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, প্রভাষক আকতার হোসেন, কামরুন নাহার, মোবাশ্বেরা আক্তার।
এতে বিদায়ী ছাত্রদের মধ্য থেকে বক্তব্য রাখেন, শফিউল আলম ভূইয়া অপু,৩য় বর্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ ইলিয়াস, ২য় বর্ষ থেকে সোলায়মান হাজারী ডালিম, ১ম বর্ষ থেকে রামীম প্রমুখ।
আলোচনা সভার পর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীরা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।